গোলাপ জল পরিচিতি
PICTURE:-AKASH
LOCATION:-BOGRA SADOR,BOGRA.
গোলাপ জল
আমরা প্রনয় বিনিময়ে ব্যবহার করে থাকি প্রকৃতিক গোলাপ আর এই সুরোভিত গোলাপ পাতন প্রক্রিয়ায় নির্যাসের মাধ্যমে তৈরি করা হয় গোলাপ জল। এই গোলাপ জল স্বাদ ও গন্ধে অতুলনীয়। আপনার রূপচর্চায় ক্ষতিকর রাসায়নিক প্রসাধনীর বিপরীতে আপনি চাইলেই এটি ব্যবহার করতে পারেন যার থাকবে না কোন পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়। গোলাপ জলে গন্ধ ও গুনে আপনাকে করবে রুপ ও লাবন্যে অতুলনীয় এবং সকলের কাছে মোহনীয়।
ইংরেজি নাম
Rose water
খাদ্য উপাদানঃ
ফ্ল্যাবনয়েড,অ্যান্টি- অক্রিডেন্ট,ট্যানিন,ভিটামিটামিন-এ,ভিটামিন-সি,ভিটামিন-ডি, ভিটামিন-ই,ভিটামিন- বি৩
গোলাপ জল ঔষধি গুনাগুনঃ-
১. পিএইচ লেবেলে ভারসাম্য বজায় রাখে
ত্বকের পরিচর্যা করার সময় পিইচ লেবেলের দিকে বিশেষ ধ্যান দিতে ভুলবেন না, দূষণ ও সূর্যের ইউবি কিরণের জন্য আজ আমাদের ত্বক খুবই ক্ষতি গ্রস্ত, এর জন্য ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, এক্ষেত্রে গোলাপের পানি পিএইচ লেবেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ও আমাদের ত্বক সতেজ থাকে।
২. এস্ট্রিঞ্জেন্ট
গোলাপ পানি এস্ট্রিঞ্জেন্ট-এর মতো কাজ করে, যার ফলে আপনি যখনি নিজের ত্বকে গোলাপ জলের ব্যবহার করেন তখন তা আপনার ত্বক থেকে ধুলো দূর করতে সাহায্য করে।
৩. এন্টিঅক্সিডেন্ট ভরপুর
গোলাপ পানির মধ্যে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট থাকে. এই কারণে গোলাপ জল এন্টি-এজিং হিসাবে ব্যবহার করা হয়, এন্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ গুলিকে ভেতর থেকে দৃঢ়তা প্রদান করে তা সতেজ রাখে. যাতে করে মুখের ত্বক টানটান থাকে.
৪.স্কিন ও হাইড্রেট
গোপাল পানি ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে তা সতেজ রাখতে সাহায্য করে. গোলাপ জল খুবই ভালো ময়েশ্চরাইজার. এটি ত্বককে পুষ্টি প্রদান করে. আপনি যদি প্রতিদিন গোলাপ জলের ব্যবহার করেন তাহলে আপনার ত্বক সর্বদা মসৃন থাকবে এবং যৌবন কখনই নষ্ট হবে না.
৫. ফ্রেশ থাকার টোটকা
আপনি কি জানেন, গোলাপ পানি এক মুহূর্তে আপনার মুডকে সতেজ করে দিতে পারে. আসলে,আপনি যখনই মুখে গোলাপজল ব্যবহার করেন, তখনি এটির সুন্দর গন্ধ আপনার মন সতেজ করে দেয়, যার ফলে স্ট্রেস আপনার আশেপাশে ঘেঁষতে পারে না।
যেভাবে গোলাপ জলের ব্যবহার করবেন
মুখ ধোয়ার পরে, তুলোয় গোলাপ জল নিয়ে মুখের নিচের থেকে ওপর দিকে আলতো করে গোলাপ জল লাগান. আপনি রাতে শোয়ার আগে এর ব্যবহার করতে পারেন।
১/ গোলাপ জলের সুগন্ধি শরীরে বা রুমের চারপাশে দিয়ে রাখলে মানষিক ভাবে ফুরফুরা লাগে।
২/গোলাপ জল রুক্ষ ত্বকে লাগিয়ে দিলেও দীর্ঘ সময় সতেজ থাকে। নিয়মিত এটা ব্যবহারের মাধ্যমে ত্বকের রুক্ষতা পুরোপুরি ভাবে নির্মূল করা সম্ভব।
৩/ যাদের একজিমা আছে ত্বকে চুলকানি,লালভাব, ঝাঁকুনি আরো অনেক সমস্যা থাকে নিয়মিত গোলাপ জলের ব্যবহারের মাধ্যমে এই যন্ত্রণা গুলো উপসম করা যায়
৪/ অনেক মানুষেরই গলা ব্যথা, শ্বাস কষ্ট ও কাশি হয়ে থাকে গোলাপ জল ব্যবহারের ফলে গলার উন্নতি হয় আর এই সমস্যা গুলো সম্পুর্নরুপে নির্মূল কার যায়।
৫/ নিয়মিত গোলাপ জল ব্যবহারের ফলে ত্বকের উন্নতি হয়। ব্রনের কারনে যে ঘা হয় তা এটি ব্যবহারের মাধ্যমে দুর করা এবং নতুন ব্রন ওঠা রোধ করা যায়।
৬/ ত্বকের নোংরা ময়লা দুর করতে এটি ব্যবহার করা যায়। নিয়মিত ত্বকে গোলাপ জল ব্যবহারে ফোলা ভাব ও ত্বকের PH এর সঠিক মান বঝায় থাকে।
৭/ গ্রীষ্মকালে উত্তাপের কারনে আমাদের রুক্ষতা আসে এবং জ্বালাপোড়া হয় যা গোলাপ জল ব্যবহার করলে উপকৃত হয়।
৮/ গোলাপ জল চুলে দিলে চুলের রুক্ষতা দুর হয়, রং গারো কালো হয়,নতুন চুল গজায় এবং চুল থেকে সু-ঘ্রান ছড়ায়।
৯/ গোলপ জল চোখে লাগলে চোখের সজিবতা ও সতেজতা আসে।
১০/ সচরাচর আমাদের পায়ের হিলে ফাটল ধরে ময়লা জমে দুর্গন্ধ ছড়ায়। গোলাপ জল ব্যবহার করলে হিলের ফাটল নরম করে এবং আস্তে আস্তে দুর হয়ে যায়।
১১/ গোলাপ জল ঠোটে ব্যবহারের মাধ্যমে ঠোট ফাটা রোধ করে এবং ঠোটে গোলাপি ভাব আনে যা সকলের কাম্য।
১২/ মুখে নানা সমস্যার করনে দুর্গন্ধ সৃষ্টি হয় যায় গোলাপ জলের ব্যবহারের ফলে দুর্গন্ধ সহ নানা সমস্যা দুর হয়।
Info by Akash
No comments
Pleas Do not write bad link