ইউক্যালিপটাস গাছ পরিচিতি
এটি মূলত একটি কাঠের গাছ যা প্রকৃতিগত ভাবে অষ্ট্রেলিয়ায় পাওয়া যায়। যদিও এর আবহাওয়াগত অভিযোজন ক্ষমতার কারণে প্রায় সব মহাদেশেই দেখতে পাওয়া যায়। সারা বিশ্বে ইউক্যালিপটাসের প্রায় ৭০০ প্রজাতি আছে তবে পাপুয়া নিউ গিনি ও ইন্দোনেশিয়া পর্যন্ত এর প্রাকৃতিক ভাবে বিস্তার রয়েছে। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এর মাত্র ১৫টি প্রজাতি চালু করা উদ্ভিদ হিসেবে। দ্রুতবর্ধনশীলতা এবং অভিযোজন ক্ষমতার কারণে এটি অনেক দেশেই কাঠের গাছ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে যদিও উল্লেখ্য যে এই ইউক্যালিপটাসের কোন প্রজাতিই তুষারপাত সহ্য করতে পারে না। এটা উষ্ণমণ্ডলীয় এবং উষ্ণ উভয় প্রকারের জলবায়ুর প্রদেশে বেচে থাকতে সক্ষম।
PICTURE:-AKASH
LOCATION:-BOGRA SADOR,BOGRA.
ইউক্যালিপটাস তেল নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, কাশি, সর্দি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগের চিকিত্সার জন্য প্রাকৃতিক থেরাপি হিসাবে ব্যবহৃত হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও জোরদার করতে সহায়তা করে। এটি শ্বাসযন্ত্রের সংবহন উন্নত করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত। ইউক্যালিপটাস তেলে উপস্থিত সিনেওল একটি জৈব যৌগ যা বিভিন্ন ব্যথা এবং প্রদাহ হ্রাস করার মতো অনেক উপকার করে।
অ্যাজমা রোগে আক্রান্ত হলে ইউক্যালিপটাস তেলে ভরসা আনতে পারেন। সামান্য পরিমাণ তেল নিয়ে বুকে মালিশ করুন। গলার খুসখুসে ভাব ও থাকবে না ।
এর গন্ধ শ্বাসের সঙ্গে গ্রহন করুন। তাহলে আরাম পাবেন। এই তেল রক্তবাহী নালিতে সুষম প্রবাহের সৃষ্টি করে।
উকুন নিরাময়েঃ
চুলে উকুন হওয়া বড়ই অস্বস্তিকর ও লজ্জাজনক এক পরিস্থিতি। অনেক কিছু করেও এর থেকে মুক্তি মেলে না। চুলে যে তেল দিচ্ছেন তার সঙ্গে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস এসেনশিয়াল ওয়েল মিশিয়ে নিন। চুলে ব্যবহার করুন। খুব দ্রুত উকুনের যন্ত্রণা চলে যাবে।
চুলের যত্নেঃ
খুশকি, চুলকানি কিংবা সোরিয়াসিসের মতো সমস্যায়ও এই তেল উপকারী। এক টেবিল চামচ নারিকেল বা জলপাই তেলে কয়েক ফোঁটা এসেনশিয়াল ওয়েল নিন। এটা ভালো করে মাথা ও চুলে ম্যাসাজ করুন।
কয়েক ফোঁটা আবার সরাসরি চুলের গোড়ায় দিতে পারেন। দেখবেন, চুল দ্রুত বাড়ছে এবং সমস্যাও মিটে গেছে।
ঠান্ডা সর্দি নিরাময়েঃ
শ্বাসরন্ধ্রের নানা অসুবিধা দূর করে ইউক্যালিপটাসের তেল। বুকে কফ জমা, নাক দিয়ে অনবরত পানি পড়া, গলা ব্যথা, নাক বন্ধ থাকা, ব্রঙ্কাইটিস ও সাইনোসাইটিসের সমস্যায় এ তেল খুবই কাজের।
সংক্রমণ, জ্বর ও ফ্লুঘটিত রোগে আরাম পেতে তেলটি ব্যবহার করুন। সর্দির ক্ষেত্রে গরম পানিতে কয়েক ফোঁটা তেল ছেড়ে দিয়ে বাষ্প নাকে টেনে নিন কিংবা সামান্য তেল নাকে ঘষে নিন। ঘুম আসবে দারুণ।
ইউক্যালিপটাস তেল:
ইউক্যালিপটাস গাছের পাতা থেকে ইউক্যালিপটাস তেল পাওয়া যায়। ইউক্যালিপটাস তেল ওষুধগুলিতে সুগন্ধি হিসাবে ব্যবহৃত হয় এবং কিছু শিল্পকর্মেও ব্যবহার করা হয়। এটি একটি বর্ণহীন তরল এবং মিষ্টি ও দৃঢ় কাঠের গন্ধযুক্ত। ইউক্যালিপটাসের ৭০০টিরও বেশি প্রজাতি বিশ্বে পাওয়া যায়, যার মধ্যে কেবল ৫০০টি প্রজাতি প্রয়োজনীয় তেল উত্পাদন করতে ব্যবহৃত হয়।
Info by Akash
PICTURE:-AKASH
LOCATION:-BOGRA SADOR,BOGRA.
ইউক্যালিপটাস গাছ বৈজ্ঞানিক নাম
Eucalyptusইংরেজি নাম
Eucalyptusজাত
ইউক্যালিপটাস গাছ এরা Myrtaceae পরিবারের সদস্য।তেলের উপাদানঃ
ইউক্যালিপটাস তেল নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, কাশি, সর্দি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগের চিকিত্সার জন্য প্রাকৃতিক থেরাপি হিসাবে ব্যবহৃত হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও জোরদার করতে সহায়তা করে। এটি শ্বাসযন্ত্রের সংবহন উন্নত করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত। ইউক্যালিপটাস তেলে উপস্থিত সিনেওল একটি জৈব যৌগ যা বিভিন্ন ব্যথা এবং প্রদাহ হ্রাস করার মতো অনেক উপকার করে।
ইউক্যালিপটাস গাছ ঔষধি গুনাগুনঃ-
অ্যাজমা নিরাময়েঃঅ্যাজমা রোগে আক্রান্ত হলে ইউক্যালিপটাস তেলে ভরসা আনতে পারেন। সামান্য পরিমাণ তেল নিয়ে বুকে মালিশ করুন। গলার খুসখুসে ভাব ও থাকবে না ।
এর গন্ধ শ্বাসের সঙ্গে গ্রহন করুন। তাহলে আরাম পাবেন। এই তেল রক্তবাহী নালিতে সুষম প্রবাহের সৃষ্টি করে।
উকুন নিরাময়েঃ
চুলে উকুন হওয়া বড়ই অস্বস্তিকর ও লজ্জাজনক এক পরিস্থিতি। অনেক কিছু করেও এর থেকে মুক্তি মেলে না। চুলে যে তেল দিচ্ছেন তার সঙ্গে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস এসেনশিয়াল ওয়েল মিশিয়ে নিন। চুলে ব্যবহার করুন। খুব দ্রুত উকুনের যন্ত্রণা চলে যাবে।
চুলের যত্নেঃ
খুশকি, চুলকানি কিংবা সোরিয়াসিসের মতো সমস্যায়ও এই তেল উপকারী। এক টেবিল চামচ নারিকেল বা জলপাই তেলে কয়েক ফোঁটা এসেনশিয়াল ওয়েল নিন। এটা ভালো করে মাথা ও চুলে ম্যাসাজ করুন।
কয়েক ফোঁটা আবার সরাসরি চুলের গোড়ায় দিতে পারেন। দেখবেন, চুল দ্রুত বাড়ছে এবং সমস্যাও মিটে গেছে।
ঠান্ডা সর্দি নিরাময়েঃ
শ্বাসরন্ধ্রের নানা অসুবিধা দূর করে ইউক্যালিপটাসের তেল। বুকে কফ জমা, নাক দিয়ে অনবরত পানি পড়া, গলা ব্যথা, নাক বন্ধ থাকা, ব্রঙ্কাইটিস ও সাইনোসাইটিসের সমস্যায় এ তেল খুবই কাজের।
সংক্রমণ, জ্বর ও ফ্লুঘটিত রোগে আরাম পেতে তেলটি ব্যবহার করুন। সর্দির ক্ষেত্রে গরম পানিতে কয়েক ফোঁটা তেল ছেড়ে দিয়ে বাষ্প নাকে টেনে নিন কিংবা সামান্য তেল নাকে ঘষে নিন। ঘুম আসবে দারুণ।
ইউক্যালিপটাস তেল:
ইউক্যালিপটাস গাছের পাতা থেকে ইউক্যালিপটাস তেল পাওয়া যায়। ইউক্যালিপটাস তেল ওষুধগুলিতে সুগন্ধি হিসাবে ব্যবহৃত হয় এবং কিছু শিল্পকর্মেও ব্যবহার করা হয়। এটি একটি বর্ণহীন তরল এবং মিষ্টি ও দৃঢ় কাঠের গন্ধযুক্ত। ইউক্যালিপটাসের ৭০০টিরও বেশি প্রজাতি বিশ্বে পাওয়া যায়, যার মধ্যে কেবল ৫০০টি প্রজাতি প্রয়োজনীয় তেল উত্পাদন করতে ব্যবহৃত হয়।
Info by Akash
No comments
Pleas Do not write bad link